TOM CLANCY’S SPLINTER CELL® BLACKLIST™ Overview


জনপ্রিয় গেম সিরিজ হল টম ক্যান্সিস স্পিন্টার সেল এর নতুন গেম আবার হাজির হচ্ছে ইউবিআই সফট । গেমটি এ বছরের বসন্তে বের হবার কথা । এ গেমে আবার স্যাম ফিশার ফিরে আসছে আগের রূপে । স্যাম ফিশার এবারে Fourth Echelon নামে ১২ সদস্যের একটি দলের প্রধান । এ টিম মার্কিন প্রেসিডেন্টের বিশেষ অর্ডারে তৈরী হয়েছে । টেররিস্টরা ব্লাকলিস্ট নামে একটি আলটিমেটাম ঘোষণা করেছে । Fourth Echelon নামে এই টিমের কাজ হল যেকোন মূল্যে ব্লাকলিস্ট নামে এই কাউন্ডাউন জিরোতে পৌছানোর আগে বন্ধ করা ।

গেমের নতুন সুবিধা:
স্যামকে আবার তার আগের পোশাক ও চশমার সাথে ফেরত আনা হয়েছে । স্যাম হচ্ছে এমন একজন সিক্রেট এজেন্ট যে আইনের উদ্ধে থেকে কাজ করতে পারে । সে শত্রুদের কাছ থেকে ব্লাকলিস্টের তথ্য আদায়ে যে কোন পর্যায় পর্যনত যেতে পারে । তাকে সময়ের সাথে পাল্লা দিয়ে ব্লাকলিস্টের পেছনের লোকদের খুজে বের করতে হবে । গেমের মারামারি গুলো বেশ সিনেমেটিক তৈরি করা হয়েছে, গেমে আগের মতই মোশন কিলিং ব্যাপারটা আছে । নতুন কিছু এর সাথে যুক্ত হয়েছে । যেমন – দৌড়াতে থাকলে সামনে কোন বাধা থাকলে তা একাএকাই লাফিয়ে পার হবে । সামনে দেওয়াল থাকলে তাতে উঠে যাবে ।
গেমে নতুন কিছু গেজেট যুক্ত করা হয়েছে তার সাথে পুরোনো সেই চশমাতো থাকছেই ।নতুন গেজেটগুলো হল upgraded snake cam and micro tri-rotor drone যা স্যামকে নানাভাবে সাহায্য করবে ।

গেমে মিশন শেষ করে অর্থ আয় করা সুযোগ রয়েছে যা দিয়ে নতুন অস্ত্র কেনা বা আপগ্রেড করা যাবে ।